লিয়ন ও লীনার কামহীন প্রেম যুগে যুগে সেই প্রাচীন ঘাটে আছড়ে পড়ে। আর্তনাদ করে ওঠে; তীরের পত্র-পল্লব- উড়ন্ত পাখিকুল। একজন আর একজনকে সাপের মতো মরণ কাপড় দিয়ে আছে- কেউ কাকে ছাড়বে না কোনো দিন। কিন্তু ওরা চিরতরে শূন্যের পবিত্রতায় মিলিয়ে...